Popunder

Monday, November 28, 2016

এসএসসি পরীক্ষায় থাকছে না ৪ বিষয়

সময় ও শিক্ষার্থীদের ওপর চাপ কমাতে এসএসসি পর্যায়ে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, চারু ও কারুকলা এবং ক্যারিয়ার শিক্ষা-বিষয়গুলো পাবলিক পরীক্ষায় অন্তর্ভূক্ত না করে ধারাবাহিক মূল্যায়নের সুপারিশ করেছেন শিক্ষাবিদরা।

একইসঙ্গে ২০১৯ সাল থেকে সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র তৈরির সুপারিশ দিয়েছেন তারা।




মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে বিশিষ্ট শিক্ষাবিদদের অংশগ্রহণে কক্সবাজারে অনুষ্ঠিত কর্মশালার সুপারিশমালা তুলে ধরে সোমবার (২৮ নভেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
চারটি বিষয় কখন থেকে পাবলিক পরীক্ষায় অন্তর্ভূক্ত না করে ধারাবাহিক মূল্যায়ন করা হবে তা আরও পর্যালোচনা করে চূড়ান্ত করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

পরীক্ষার এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন তৈরির জন্য একটি ‘আইটেম ব্যাংক’ করারও সুপারিশ এসেছে বলে জানান নাহিদ।



শিক্ষাসচিব সোহরাব হোসাইন, শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, অধ্যাপক ড. জাফর ইকবাল, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
গত ২৫-২৬ নভেম্বর কক্সবাজারের হোটেল সি-প্যালেসে শিক্ষাবিদদের নিয়ে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

0 comments:

Post a Comment